মিজানুর রহমান নয়ন, শিক্ষক ও সাংবাদিক

  ২৪ মে, ২০১৯

এখনও বহুদূরে

জানি সময়ের সাথে সাথে শরীরটাও,

ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।

নিস্তেজ হচ্ছে যন্ত্রাংশ।

নিভি নিভি করে জ্বলছে জীবনের সূর্য।

কখন যেন ধপ করে নেমে আসে,

চির অন্ধকার।

সেদিনের আর, খুব একটা দেরি নেই।

কিন্তু তোমার সে ফেরার পথ,

এখনও বহুদূর।

সেই বহু দূরের পথ পেরিয়ে আসতে আসতে,

হঠাৎ একদিন, আমার সময় ফুরিয়ে যাবে।

তবে কি বিদায়ের বেলায়?

আর একবার,

চোখের দেখাটাও পাবো না!

আমি যাচ্ছি চলে, অচেনা অনেক দূরে

তোমার অভিলাশী মনে,

দিগুন অভিমান ধরে

থাকো বহুদূরে।

আজও আমি হেরে গেলাম,

জীবনের কাছে, আর তোমাতে।

বলা হলো না এক জীবনে

অসমাপ্ত ভালবাসার গল্পটাকে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এখনও,বহুদূরে
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close