আরিফুল ইসলাম মুরাদ

  ২৯ মার্চ, ২০১৯

মুক্তির মুখোমুখি

আমি মুক্তির পথে ছুটছি

মুক্তি আমার মগজে ভূমিকম্পের ন্যায় কম্পন তোলে

বারবার আবছা হয়ে যায় কতশত স্মৃতি

গাঢ় অন্ধকার পিছু নেয়, সাথে স্মৃতিরাও

বলে, নষ্ট হবি? চল নষ্ট হই

এ শতাব্দীর আলো নষ্ট আধার নষ্ট

তুই বক্তা নষ্ট আমি শ্রোতা নষ্ট

বানের জল নষ্ট, মাঝি পথভ্রষ্ট

নষ্ট হবি? চল

আমি রাজি হই

রঙিন আর সাদা কালো স্মৃতিগুলো সব

আয়নার মতো সামনে দাঁড়ায়,

গল্প হয়ে সব অগল্পরা পেছন থেকে টেনে ধরে

তবু ছুটছি, মৃত্যুর মুখোমুখি দাঁড়াবো আজ

হাড় গোড়ে বদ্ধ পিঞ্জরে রাখব না তোকে

ডাকব না আর, যাহ্ উড়ে যা

মুক্তি দিলাম এবার

ছুটতে দে প্রিয়ভাষিণীর তরে

ওই নগরীতে, যেখানে শুনবে সবাই

আমার পিপাশা কাতর কণ্ঠস্বর,

মুক্তি আমার মগজে কম্পন তোলে বারবার

আমি মুক্তির পথে ছুটছি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুখোমুখি,মুক্তি,কবিতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close