মো. শামীম হোসেন

  ১৮ মার্চ, ২০১৯

আমি আর তুমি

আমি কাঁদলে

শুধু আমিই ভিজি

আর তুমি কাঁদলে

পুরো দেশটা।

আমি চাকরি পেলে

শুধু বেলারাই পায় স্বস্তি

আর তুমি চাকরি পেলে

গোটা জাতির মুক্তি।

আমি দিগন্ত দেখলে

দেখি শুধু কানাবগির ছা

আর তুমি দিগন্ত দেখলে

মঙ্গল গ্রহে পড়ে পা।

আমি খেলে

শুধুই আমিই তুষ্ট

আর তুমি খেলে

পুরো জাতি পুষ্ট।

আমি শাসক হলে

বেড়ে যায় শোষণ

আর তুমি শাসক হলে

৭ই মার্চের ভাষণ।

আমি অস্ত্র ধরলে

আমিই বেঁচে রই

আর তুমি অস্ত্র ধরলে

পদ্মা মেঘনার জয়।

আমি শিক্ষিত হলে

নচিকেতার গানের জয়

আর তুমি শিক্ষিত হলে

বৃদ্ধাশ্রমের অবসান হয়।

লেখক : এক্সিকিউটিভ ডিরেক্টর, অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবিতা,শামীম হোসেন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close