মিজানুর রহমান নয়ন, শিক্ষক ও সাংবাদিক

  ১১ জানুয়ারি, ২০১৯

রাত জাগা চোখে

কবিতা

যদি ঘুম না আসে, ঐ রাত জাগা চোখে,

তবে একবার ফোন দিও, ঘুমের স্বর্গে!

একবার জেনে নিও জেগে আসে স্বর্গ রাজা।

শুধু,তোমার ঘুম নিয়ে।

যদি স্বপ্ন না জাগে মনে, তবে ফিরে এসো ভাবনায়,

সেই প্রথম দেখা স্থানে।

একবার জেনে গিও, এখনও অপেক্ষায় আছি!

তোমার ফিরে আসার পথ চেয়ে।

যদি সাহস না আসে বুকে, ঐ দুর্গম পথে ফিরতে।

তবে ভেবে নিও, সে চিরচেনা ভুলের শহরে চলতে,

আজও, সাথে আছি, পাশে থাকি, অচেনা নতুন পথ নিয়ে।

যদি ভালবাসার বন্ধন না থাকে জীবনে,

তবে কি সে জীবন? অর্থ আর প্রাচুর্য ঘিরে!

লেখক : তরুণ সমাজকর্মী, শিক্ষক ও সাংবাদিক

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবিতা,রাত,চোখ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close