বার্ট্রান্ড রাসু, জাবি শিক্ষার্থী

  ১৩ ডিসেম্বর, ২০১৮

হয়তো! নীল রঙা স্বপ্ন ছিলো

লাল রঙ ধরা দেবে বলেই হয়তো বেদনার নীল জলে বহে যাচ্ছে জীবন।

ভোর হবে বলেই হয়তো রাতগুলো গভীরতম হয়।

প্রিয়জনকে ফিরে পাবো বলেই হয়তো কেউ একজন চলে যায়।

প্রতীক্ষা ফুরোবে বলেই হয়তো নিরন্তর কারোর অপেক্ষায় থাকি।

ধরা পড়বে বলেই হয়তো পালানো কাউকে এখন আর খুঁজি না।

ভালোবাসা পাবো বলেই হয়তো এ দেহ-প্রাণ সহে যায় সব ব্যথা।

ভালোবাসি বলেই হয়তো তোমাকে বলতে পারিনি একটিবারও।

সবকিছু গতিশীল বলেই হয়তো কখনো কখনো নিশ্চল দাড়িয়ে থাকি।

নিশ্চলতা অপছন্দ বলেই হয়তো নিগূঢ় অন্ধকারেও একা একা হেঁটে চলি।

লাল রঙা সব স্বপ্নগুলো পূরণ হবে বলেই হয়তো এখনো সমুদ্রসম নীল জলে ভাসি।

আর এভাবেই

শতরূপে শতবার বিষাদ-ভালোবাসায় জীবন ফুরিয়ে যায়।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হয়তো,নীল,রঙা,স্বপ্ন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close