বার্ট্রান্ড রাসু

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

ছোট ফেনী নদী

বাড়ির পাশে একটি নদী

নাম তার ছোট ফেনী

অবসন্ন কিংবা বিষন্ন

বিকেল গড়িয়ে গোধুলী বেলার সাথী।

ফজরের আযান, সলাত শেষে

সুবহে সাদিকের প্রাতঃভ্রমণে

নির্মল বায়ু গায়ে জড়িয়ে

মুগ্ধ নয়নে দেখি তারে।

হাটতে থাকি তার

কিনার-কূল ঘেঁষে ঘেঁষে

ফিরে বাড়ি, নাস্তা করি

তার ভাবনায় বসে বসে।

স্কুল পেরিয়ে যাই কলেজে

এখনো তার স্মৃতি রোমন্থনে

মন থাকে না পাঠে

বিশ্ববিদ্যালয়ের ক্লাসে।

যৌবনে সে আঁচড়ে পড়তো

নদী তীরের বসত ভিটে

নিঃস্ব হয়ে ঘুরে ফিরে,

জীবিকার তাগিদ কিংবা ভালোবেসে জেলেদের দল ফিরতো আবার তারই দু'কূলে।

মরতে মরতে আধমরা সে মরেছে সে, এখন নেই যে বেঁচে।

জল নয়, নয় মৎস্য খেকোও

মাটি খেকোদের ভয়ানক লালসায়

ছোট নদী ফেনীর একূল, ওকূল

ছাড়ে এখন দীর্ঘশ্বাস।

নর-রুপী দানব তোমার খিদে মিটবে কিসে?

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছোট,ফেনী নদী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close