ফজলে রাব্বী, জাবি শিক্ষার্থী

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

অথবা শরণার্থী

-অতিথী,

কেমন আছেন ? কি সমাচার ?

- আলহামদুলিল্লাহ, সৌজন্য আপনার !

- আহার হয়েছে তো একবার ?

- শুকরিয়া, জনাব মেহেরবান ।

-অতিথী,

এনেছেন কিছু ? উপঢৌকন - উপহার ?

- দেশের যা দুরাবস্থা ! জানেন তো বিস্তর ।

-গলার চেইনটা কিন্তু বেশ চমৎকার আপনার ।

জানেন তো , এ আবার আমাদের পুরোনো রেওয়াজ ।

-হবে তো এতে মহাশয় ?

- চালিয়ে নেয়া যেত এই আর কি ? যা বাজার !

-অতিথী, অনেকদিন তো হলো, এবার না হয় আসুন ?

-জনাব, জানেন তো সেদেশে হিংস্র হায়েনার হাতে প্রাণ !

- কি করি বলুন ? এদিকে আমার যে জীবন সংহার !

- গায়ের জামাটাই না হয় নিন এবার ?

- তা বেশ ! মারহাবা !

- অতিথী, আর তো রাখা যায় না ।

- উপায় তো দেখিনা প্রভু ।

- তবে দেহটাই দাও এবার,

পাবে ভরপেট আহার ,

সাথে মাঝরাতের সদাচার ।

- প্রভু একটুকু দয়া করো ।

- তবে সাইবেরিয়া - আরাকান গিয়ে মরো ।

- মানবতা বলে কি কিছু নেই প্রভু ?

- "মানবতা" ! সে তো দালালের পুঁজি

বিকোয় ধনীদের বাজারে

বেচাকেনা হয়ে গেলে কে চেনে কাহারে ?

- তবে কি বাঁচাটাই পাপ ?

- কি করে বলি ? সেখানে তো ঈশ্বরের হাত ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অথবা,শরণার্থী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close