মোঃ মিজানুর রহমান নয়ন, সংবাদকর্মী

  ২৯ আগস্ট, ২০১৮

" কে অপরাধী? "

বিনাদোষে অপরাধের ঘানি টানতে টানতে,

আজ আমি বড্ড বেশি ক্লান্ত,

পরিশ্রান্ত, সর্বশান্ত, সর্ববিধ্বংস।

কেবল কি আমার বেলাই এমন হয়?

শুধু কি আমার জন্যই হতে হয়?

শুধু কি আমার, আবার আমাকেই হতে হয়?

কাউকে উপকার করতে পারিনি,

তবু অপকার করতে শিখিনী,

তবুও কি আমিই আপরাধী হয়েছি?

স্বার্থ বিলাসী স্বার্থপর পৃথিবী,

স্বার্থের কাছে কি আমি একাই হেরেছি?

শর্ত ছাড়া স্বার্থহীন কি শুধু আমিই জন্মেছি ?

পাহাড় সম দুঃখ নিয়ে,

পাড়ারের কালো বুক চিরে,

দুর্গম পথের যাত্রী হয়ে,

আপন আপনার সুখ খুঁজেছি,

তবুও কি আমিই অপরাধী হয়েছি?

গ্রীষ্মের প্রখর রোধে পুড়েছি,

বর্ষার বানে ভেসেছি,

শীতের তীব্রতা উপেক্ষা করেছি,

প্রহর গুনেছি শুধু শরতের কাশফুল-

আর বসন্ত কোকিলের।

এত উপেক্ষা, অপেক্ষায় জোটেনি,

তবু আমিই অপরাধী।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কে,অপরাধী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close