ফজলে রাব্বী, জাবি শিক্ষার্থী

  ১৭ আগস্ট, ২০১৮

পাহাড়ে প্রেম

আমি শোষিত মানুষের কথা লিখতে গিয়ে এঁকেছি একটা পাহাড়

আমি উচ্ছেদের গান গাইতে গিয়ে ভেবেছি অতল জলাধার।

আমি সূর্যাস্ত দেখবো বলে বেয়েছি ৩৫০০ ফুট

আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল যে মনের গভীরে অটুট।

আমি জীবনটাকে ছুঁতে গিয়ে দেখেছি অস্ত্রের কোলাহল

ভালোবাসা আর প্রেম-প্রীতি মানুষে মানুষে বিরল।

দূর্গম সব পাহাড়ের ভাঁজে যেখানে শুধুই ভয়

বিলুপ্তপ্রায় বানর প্রজাতি সেখানেও নিরাপদ নয়।

পাহাড়-সাগরে সঙ্গম যেখানে ভয়াবহ সুন্দর

তারচেয়ে বেশি সুন্দর যেন গিরিকন্যার ঢং!

গিরিকন্যার ঠোঁটের ভাষায় ছিল চাপা অনুনয় ,

'ভাইয়া, একটা আঁচার কিনলেই কি নয় ?'

বাঁকা ঠোঁটের মিষ্টি হাসিতে প্রেম ছিল না খানিকও

বুঝতে ভুল করেছি,

আগে তো পেট ,তারপরে হয় প্রেম !

গিরিকন্যার প্রেম বাসনায় কাটে নির্ঘুম রাত একটা দেহের মৃত্যু হয়েছে, হয়নি রক্তপাত !

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাহাড়,প্রেম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close