reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০১৭

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১৪

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫১৪ জন আটক হয়েছেন। তাদের মধ্যে ৫১১ জন শ্রমিক এবং ৩ জন মালিক রয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত দেশটির জোহুর বারু টেবরাও আইভি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এবং কটা টিংগি ও জোহর বারু এলাকায় এ অভিযান চালানো হয়।

মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান দাতুকে সেরি মুস্তাফার আলী বলেন, ১৩৯৯ জন বিদেশি শ্রমিকের বৈধ কাগজপত্র যাচাই করে ৫১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, চীন, থাইল্যান্ড ও ভারতের নাগরিক।

তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি নির্দিষ্টভাবে তা জানা যায়নি বলে জানান ইমিগ্রেশন প্রধান দাতুকে সেরি মুস্তাফার আলী।

১১৫ জন ইমিগ্রেশন অফিসার অভিযানে অংশ নেয় বলেও সাংবাদিকদের জানান তিনি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাঁড়াশি,মিালয়েশিয়া,অভিযান,আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist