reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০১৭

সৌদি আরবে ২৪ হাজার অবৈধ অভিবাসী আটক

গত ৩ দিনে ২৪ হাজার অভিবাসিকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। সেদেশে কাজ করার বৈধ অনুমতিপত্র (ইকামা) ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। আজ রোববার এই খবর প্রকাশ করেছে সৌদি গ্যাজেট। খবরে প্রকশ, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ হাজার ৭০২ জন ইকামার নিয়ম ভঙ্গ করেছে এবং ৩ হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৩৫৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। আটককৃতদের ৪২ শতাংশকেই মক্কা, রিয়াদ থেকে ১৯ শতাংশ, আসির অঞ্চল থেকে ১১ শতাংশ, জাজান থেকে ৬ শতাংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে ৫ শতাংশ। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশ করেছে- এমন ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শর্ত ভঙ্গ করেছে- এমন অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেয়ার অভিযোগে ২৫ সৌদি নাগরিককেও আটক করেছে সৌদির আইনশৃঙ্খলা বাহিনী। তবে আটককৃতদের মধ্যে কোন দেশের কতজন তার বিস্তারিত জানানো হয়নি।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৌদি আরব,অবৈধ অভিবাসী,আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist