reporterঅনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর, ২০১৭

সৌদিতে ১৩৫ বাংলাদেশি শ্রমিক আটক

নিয়োগদাতা ছাড়া অন্য মালিকের অধীনে কাজ করায় ১৩৫ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে সৌদি আরব।

দেশটির দাম্মাম শহরে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের অভিযানে সৌদি পুলিশ তাদের আটক করে।

দাম্মাম শহরে কর্মরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, আটক বাংলাদেশিরা অনুমতিপত্র ছাড়াই বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের কাজ করতেন, সৌদি শ্রম আইনে তা দণ্ডনীয় অপরাধ। এতে শ্রমিক ও নিয়োগকর্তার ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আটকদের ডিপোর্টেশন জেলে পাঠানো হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই তাদের দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।

সৌদি আরবে নিয়োগদাতা ছাড়া ভিন্ন মালিকের কাজ করতে হলে নিয়োগদাতার লিখিত অনুমতি নেয়ার প্রয়োজন রয়েছে বলে জানান ফয়সাল।

প্রতি বছর হজপরবর্তী সময়ে হজে এসে অবৈধভাবে থেকে যাওয়া বিদেশিদের চিহ্নিত করতে অভিযান চালায় সৌদি সরকার। এবারও এই অভিযান শুরু হয়েছে, যা আরও এক মাসের বেশি সময় চলবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৌদি,বাংলাদেশি শ্রমিক,আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist