reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা নির্যাতন

মালয়েশিয়ায় প্রবাসী সাংবাদিকদের প্রতিবাদ সভা

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং রসনা বিলাস রেস্টুরেন্টে ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার’ সভাপতি এস এম রহমান পারভেজ।

সভায় মিয়ানমার সেনাবাহিনী কতৃক রোহিঙ্গাদের নির্যাতনের নিন্দা জানানো হয় এবং বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের অবিলম্বে মিয়ানমারে ফিরিয়ে নিয়ে তাদের পুনর্বাসন করে নাগরিক মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানো হয়।

সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি আমিনুল ইসলাম রতন, রফিকুল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খান, এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সময় টিভি’র মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের, ৭১ টিভি প্রতিনিধি শামছুজ্জামান নাঈম, আশরাফুল ইসলাম ও শাহরিয়ার তারেক।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালয়েশিয়া,প্রবাসী সাংবাদিক,রোহিঙ্গা নির্যাতন,বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist