reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুলাই, ২০১৭

গণিত অলিম্পিয়াডে উপমহাদেশের সেরা ফলাফল বাংলাদেশের

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে উপমহা‌দে‌শের সেরা ফলাফল বাংলাদে‌শের।

এবারের গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছিলেন বাংলাদেশের ছয়জন খুদে গণিতবিদ। তাদের মধ্যে দুইজন পেয়েছেন রৌপ্যপদক, দুইজন ব্রোঞ্জপদক এবং দুইজন পেয়েছেন সম্মানসূচক ‘মেরিট’ পুরস্কার, যা ‘অনারেবল মেনশন’ নামেও পরিচিত।

এদের মধ্যে ‌রৌপ্যপদক পেয়েছেন আসিফ-ই-ইলাহী (এমসি কলেজ, সিলেট) ও আহমেদ জাওয়াদ চৌধুরী (ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম)। ব্রোঞ্জ পদক পেয়েছেন তামজিদ মোর্শেদ রুবাব (নটর ডেম কলেজ) ও রাহুল সাহা (ঢাকা কলেজ)। অনা‌রেবল মেনশন পেয়েছেন মো. সাব্বির রহমান (নটর‌ডেম ক‌লেজ) ও এ এম নাঈমুল ইসলাম (অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল)।

এদিকে উপমহাদেশের অংশগ্রহণকারী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। এবারে স‌ম্মিলিতভা‌বে বাংলাদেশের অবস্থান ২৬। গতবার ছিল যেখা‌নে ৩৫তম।এ ছাড়া এবার উপমহাদেশের অন্যান্য দেশগু‌লোর মধ্যে ভারতের অবস্থান-৫২তম, শ্রীলংকার-৬২তম, পা‌কিস্তানের-৮১তম ও নেপালের অবস্থান ১১০তম।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গণিত অলিম্পিয়াড,সেরা,ফলাফল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist