আবু বক্কর ছিদ্দিক পাভেল, কুয়েত থেকে

  ০১ জুলাই, ২০২০

করোনা পরিস্থিতির ২য় ধাপে কুয়েত

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির পরবর্তী ২য় ধাপ শুরু করছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।

স্বাভাবিক জীবনে ফিরে আসার দ্বিতীয় ধাপে কুয়েতে বিভিন্ন মন্ত্রণালয় ও শপিংমলে দেখা গেছে স্বাভাবিক জীবনে ফিরে আসার দৃশ্য।

উল্লখ্য, করোনার কারণে দীর্ঘ চার মাস বন্ধের পর ১ জুলাই হতে পুনরায় কুয়েত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক ঘোষণা অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করােনাভাইরাসে ৭৪৫ জন নতুন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৬,৯৯০ জন।

কুয়েত আজ ৪ জনের মৃত্যুসহ এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা মোট ৩৫৮ জন।

বুধবার, কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী শেখ ডক্টর বাসেল আল-সাবাহ জানান, কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন থাকা ৬৮৫ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত কুয়েতে করোনায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৭,৭১৫ জন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা পরিস্থিতি,২য় ধাপ,কুয়েত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close