আবু বক্কর ছিদ্দিক পাভেল, কুয়েত থেকে

  ১১ এপ্রিল, ২০২০

কুয়েতে দূতাবাস বন্ধ থাকায় বিভ্রান্তিতে বাংলাদেশি অবৈধ অভিবাসীরা

কুয়েতে সাধারণ ক্ষমায় বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বিপাকে পড়তে হচ্ছে। যাদের মেয়াদসহ মূল পাসপোর্ট আছে তাদের কে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বাকী প্রবাসীদের দূতাবাস থেকে দেয়া আউটপাস পেপারসহ যেসব ফটোকপি গুলো সঙ্গে থাকতে হবে তা হলো- পাসপোর্ট, সিভিল আই ডি, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। এগুলো ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

কুয়েত ঘোষিত সরকারি ছুটি তে বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকায় পাসপোর্টের মেয়াদ শেষ সহ দূতাবাস থেকে আউট পাস না থাকলে তাদেরকে কুয়েত সরকার সাধারণ ক্ষমায় গ্রহণ করছে না বাংলাদেশি অবৈধ অভিবাসীদের। এতে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে অবৈধ অধিবাসী সহ সকল প্রবাসীদের।

এক্ষেত্রে পাসপোর্ট জটিলতায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করার জন্য বাংলাদেশ দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেছে প্রবাসী বাংলাদেশিরা।

এই বিষয় বাংলাদেশ দূতাবাস প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলামের মোবাইল নম্বরে ফোন করলে অনলাইন বিজি থাকায় দূতাবাসের বক্তব্য জানা যায়নি ।

পিডিএসও/মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিভ্রান্তি,কুয়েত দূতাবাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close