reporterঅনলাইন ডেস্ক
  ০২ সেপ্টেম্বর, ২০১৯

দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে মোজাম্বিকে ১২ বাংলাদেশি আটক

মোজাম্বিকে ১২ জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। দক্ষিণ আফ্রিকাতে পাড়ি দেয়ার উদ্দেশে বাংলাদেশ থেকে তারা মোজাম্বিক যান। স্থানীয় সময় গত বুধবার দেশটির খাইয়া নামক স্থানে পুলিশি চেক পোস্টে তারা আটক হয়েছেন।

মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশে বসবাসকারী রিয়াদ নামের একজন ব্যক্তি তাদের দক্ষিণ আফ্রিকার উদ্দেশে নিয়ে আসেন। দক্ষিণ আফ্রিকার সীমান্ত পাড়ি দেয়ার আগেই পুলিশ তাদের আটক করে।

বর্তমানে তারা দেশটির খাইয়া নামক পুলিশ স্টেশনে আছে বলে জানা গেছে। বাংলাদেশি আটকের খবর ঢালাওভাবে দেশটির বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়।

এদিকে ১২ জন বাংলাদেশি আটক হওয়ার পর তাদের সমন্বয়কারী রিয়াদ পলাতক রয়েছে। তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

আটককৃতরা জানান, প্রত্যেক বাংলাদেশির কাছে থেকে ৭ লাখ টাকা করে নিয়েছে রিয়াদ। অথচ লোকগুলো গ্রেফতার হওয়ার পর সে পালিয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোজাম্বিক,বাংলাদেশি আটক,দক্ষিণ আফ্রিকা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close