reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুলাই, ২০১৯

শুক্রবার পর্যন্ত ১২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় গতকাল বৃহস্পতিবার আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও দুজন নারী।

গতকাল নিহত হয়েছেন, আবু তালেব (৮২)। তার পাসপোর্ট নম্বর ইএ-০৫২৩৩৩৩, গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ার সাহারবিল। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় তাইফুর রহমান ট্রাভেলসের মাধ্যমে গত ১০ জুলাই বিজি-৩৩১৭ ফ্লাইটযোগে সৌদি আরব যান।

একই দিনে কক্সবাজার সদরের ইসলামপুর গ্রামের শফিউজ্জামান (৬০) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএল-০৪৫০৩৭০। তিনি গত ১৭ জুলাই বেসরকারি হাসনাইন অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে বিজি-৩১৩৭ ফ্লাইটযোগে মদিনা যান।

একইদিনে আরও একজন শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি গ্রামের আবদুল মান্নান মাল (৭১) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিকিউ ০৮৫৭৫৮৪। তিনি গত ১৫ জুলাই সাহারা অ্যাভিয়েশনের মাধ্যমে মক্কায় যান।

চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হওয়ার কথা সম্ভাবনা আগামী ১০ আগস্ট।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হজযাত্রী,বাংলাদেশি হজযাত্রী,সৌদি আরব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close