reporterঅনলাইন ডেস্ক
  ০১ এপ্রিল, ২০১৯

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত সময়ে পাসপোর্ট ডেলিভারি দেয়া যাচ্ছে না বলে দেশটির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর ঢাকা থেকে পাসপোর্ট আনতে বিলম্ব হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। সোমবার কাউন্সিলর ও দূতাবাস প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে যেসব প্রবাসী পাসপোর্টের জন্য আবেদন করেছেন তারা সরবরাহকৃত তারিখের কমপক্ষে ১৫ দিন পরে দূতাবাস থেকে পাসপোর্ট ডেলিভারি নেয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া কুয়েত প্রবাসীদের সাময়িক অসুবিধার জন্য দূতাবাসের পক্ষ থেক দুঃখ প্রকাশ করা হয়।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র শবে মেরাজ উপলক্ষে দূতাবাস বন্ধ থাকবে এবং রোববার ৭ এপ্রিল থেকে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা যথারীতি প্রদান করা হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুয়েত,প্রবাসী বাংলাদেশি,জরুরি বিজ্ঞপ্তি,দূতাবাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close