reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মার্চ, ২০১৯

নিউইয়র্কে চিত্রশিল্পী জামাল আহমেদকে সংবর্ধনা

উত্তর আমেরিকাস্থ ‘বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম’র পক্ষ থেকে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদকে সংবর্ধনা দেয়া হয়েছে। পদকপ্রাপ্ত এই শিল্পী হচ্ছেন আর্টিস্ট ফোরামের উপদেষ্টা এবং বাংলাদেশ চারুশিল্পী সংসদ এর সভাপতি।

গত রোববার জ্যাকসন হাইটসের সন্নিকটে উডসাইডে নোঙর ফাউন্ডেশন মিলনায়তনের এ অনুষ্ঠানে প্রবাসের চিত্রশিল্পী ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে বক্তব্যকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে আন্তর্জাতিকীকরণে চিত্রশিল্পীরা বিশেষ অবদান রেখে চলেছেন। অধ্যাপক জামাল আহমেদ তাদেরই একজন। নিউইয়র্কে সামনের বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং পরের বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আমেরিকান একটি ভেন্যুতে বাংলাদেশের খ্যাতিমান শিল্পীদের চিত্র প্রদর্শনীর আয়োজন করা যেতে পারে।

অপর অতিথি কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ম্যানহাটানে বিখ্যাত একটি জায়গায় উৎসব করার পরিকল্পনা রয়েছে। সে সময়েই বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমন্ডলে মহিমান্বিত করার মত চিত্রপ্রদর্শনীও হতে পারে। আশা করছি এ নিয়ে আর্টিস্ট ফোরামের সহায়তা পাবো।’

শিল্পী জামাল আহমেদের একুশে পদকপ্রাপ্তিতে তাকে অভিনন্দন এবং তার চিত্রকর্মের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় আরো বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী কালিদাস কর্মকার, বেইজিং অলিম্পিকে স্বর্ণপদকপ্রাপ্ত শিল্পী খুরশিদ আলম সেলিম, শিল্পী তাজুল ইমাম, সালমা কানিজ, আর্থার আজাদ, কায়সার কামাল, আর্টিস্ট ফোরামের সেক্রেটারি বিশ্বজিৎ চৌধুরী, নোঙর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সিইও শিল্পী জাহেদ শরিফ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিউইয়র্ক,চিত্রশিল্পী জামাল আহমেদ,সংবর্ধনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close