reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত, আহত ৩

কুয়েতে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহত ইকরাম খান (৩২) নড়াইলের বাসিন্দা। এ সময় আহত হয়েছেন আরও ৩ বাংলাদেশি শ্রমিক। সোমবার কুয়েতের আহমেদি মিনা আবদুল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরাম নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধবখালী গ্রামের রহমত খানের ছেলে। সংসার জীবনে তার স্ত্রীসহ ২টি সন্তান রয়েছে।

নিহতের প্রতিবেশী কুয়েত প্রবাসী সাহেব শেখ জানান, নতুন ভিসায় এক বছর হলো ৭লাখ টাকা খরচ করে কুয়েতের ন্যাশনাল কোম্পানিতে চাকরি নিয়েছিলেন একরামুলসহ ৪ জন। কোম্পানির সঙ্গে চুক্তিতে রাস্তার পাশে ফুলগাছের পরিচর্চার কাজ করছিলেন তারা।

সোমবার কাজের সময় রাস্তার পাশে বসে সকালের নাস্তা করার সময় বেপরোয়া দ্রুতগতির একটি ওয়ানএইট গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একরামুল মারা যান এবং আহত হন ৩ জন।

নিহতের ভাতিজা রিফাত হোসেন নয়ন জানান, জীবিকার তাগিদে ৩ বছর আগে তিনি বিদেশ (কুয়েতে) যান।৩ বছরের মধ্যে তিনি দেশে আসেননি। অল্পদিনের মধ্যে তার দেশে আসার কথা ছিল।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুয়েত,সড়ক দুর্ঘটনা,বাংলাদেশি নিহত,নড়াইল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close