reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০১৮

টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট অফিস চালু হচ্ছে

কানাডার অন্যতম নগরী টরন্টোতে বাংলাদেশের কনস্যুলেট অফিস চলতি মাসেই চালু হতে যাচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

টরন্টোতে একটি কনস্যুলেট অফিস স্থাপনে প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের দাবি ছিল। অটোয়াতে স্থাপিত বাংলাদেশ দূতাবাস এ নগরী থেকে প্রায় সাড়ে ৪শ কিলোমিটার দূরে অবস্থিত। এ প্রেক্ষিতেই কনস্যুলেট অফিস স্থাপন করা হচ্ছে।

প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে বিজয়ের মাসে এই কনস্যুলেট অফিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্য দিয়ে টরন্টো প্রবাসীদের দীর্ঘদিনের একটি দাবি পুরণ হলো।

কনস্যুলেট অফিসের ঠিকানা- ১৫০৫-২২৩৫ শেপার্ড অ্যাভিনিউ ইস্ট। সরকারি ছুটি ছাড়া সোমবার থেকে শুক্রবার সকাল ৯ টা থেকে ৫ টা পযর্ন্ত অফিস খোলা থাকবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টরন্টো,বাংলাদেশ কনস্যুলেট অফিস,কনস্যুলেট অফিস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close