reporterঅনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর, ২০১৮

রোহিঙ্গা ইস্যু

মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে আবারো প্রস্তাব পাস

ফাইল ছবি

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে আবারো একটি প্রস্তাব পাস হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এ-সংক্রান্ত একটি ভোট অনুষ্ঠিত হয়। পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হয়, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই প্রত্যাবাসনে এই প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওআইসি ও ইউ-এর পক্ষে যথাক্রমে বাংলাদেশ ও অস্ট্রিয়া এই প্রস্তাব তুলে ধরে। ওআইসি ও ইইউ-এর সব সদস্যরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও মেক্সিকোসহ মোট ১০৩টি দেশ এই প্রস্তাবটি কো-স্পন্সর করে।

জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ওপর সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে সদস্য দেশগুলোর উপস্থিতিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে প্রস্তাবটি গ্রহণ করা হয়। ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে। ১৪২টি দেশ এর পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ। ২৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।

ভোট গ্রহণের আগে ও পরে দেওয়া বক্তব্যে প্রায় সব সদস্য দেশই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অব্যাহতভাবে মানবিক সহায়তা দেওয়ার জন্যে বাংলাদেশ সরকার ও জনগণের অবদানের জন্য ধন্যবাদ জানায়।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তার বক্তব্যে প্রস্তাবটির বিভিন্ন দিক তুলে ধরেন। গত ১৫ নভেম্বর বাংলাদেশ থেকে স্বেচ্ছায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তালিকাভুক্ত রোহিঙ্গা সদস্যরা মিয়ানমারের আশ্বাসের প্রতি কোনোভাবেই আস্থা রাখতে পারেনি। সেই সঙ্গে একটি পরিবারও মিয়ানমারে স্বেচ্ছায় ফিরে যেতে রাজি হয়নি।

তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে, নাগরিকত্বের পূর্ণ নিশ্চয়তা, নিজভূমিতে অধিকার প্রতিষ্ঠা ও ক্ষতিপূরণ দেওয়া, সহিংসতা থেকে সুরক্ষা, সহিংসতার বিচার করা এবং ন্যায়বিচারপ্রাপ্তির পূর্ণ নিশ্চয়তা ছাড়া তারা ফিরে যাবে না।

রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির নিশ্চয়তার জন্যে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বাধাহীনভাবে মিয়ানমারে ঢুকতে দেওয়ার দাবি জানান মাসুদ বিন মোমেন।

রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সাথে প্রত্যাবাসনের বিষয়ে শেখ হাসিনা সরকারের নীতিগত অবস্থানের কথা আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারো মনে করিয়ে দেন রাষ্ট্রদূত মাসুদ। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ধরে রাখা বা জোর করে ফেরত পাঠানো এর কোনোটিতেই একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কোনো স্বার্থ নেই।

গত বছরের চেয়েও বেশি ভোটে এবারের প্রস্তাবটি পাস মিয়ানমারের বিপক্ষে বিশ্ব জনমতের জোরালো অবস্থানেরই সুস্পষ্ট প্রতিফলন বলেই উল্লেখ করে বিভিন্ন দেশের প্রতিনিধি। তৃতীয় কমিটিতে গৃহীত এই প্রস্তাব আগামী ডিসেম্বরে সাধারণ পরিষদের প্লেনারিতে উপস্থাপন করা হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিয়ানমার,বাংলাদেশ,জাতিসংঘ,প্রস্তাব পাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close