reporterঅনলাইন ডেস্ক
  ১৪ নভেম্বর, ২০১৮

শহিদুল আলমের মুক্তির দাবিতে বার্লিনে সমাবেশ

তথ্য প্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা বিশিষ্ঠ আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ৬৩ বছর বয়সী শহিদুল আলমের নিঃশর্ত মুক্তির দাবিতে জার্মানির রাজধানী বার্লিনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জার্মানীর বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার পক্ষের আর্ন্তজাতিক সংগঠন রিপোর্টার উইদাউট বর্ডার এর আয়োজনে বাংলাদেশ দূতাবাসের সম্মুখে এই মুক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের নির্বাহী প্রধান ক্রিশ্চিয়ান মিহ্র ও ইয়েন্স বলেন, আমরা শহিদুল আলমের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করছি এবং অবিলম্বে তাকে মুক্তির দাবি জানাচ্ছি।

এ সময় সমাবেশে আগত সবাই ফ্রি শহিদুল নামে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শহিদুল আলম,বার্লিন,সমাবেশ,আলোকচিত্রী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close