reporterঅনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর, ২০১৮

ইতালিতে মানবপাচারের অভিযোগে ৬ বাংলাদেশি গ্রেফতার

মানবপাচারের অভিযোগে ইতালির উত্তরপ্রদেশ লিগুরিয়ায় ৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ বাহিনী। গ্রেফতারকৃত বাংলাদেশিরা হলেন করিম রেজা (৩৪), সজিব মিয়া (২৩), মোহাম্মদ সান্টো (১৮), মেহেদি হাসান (২৩), মাতুব্বর অসীম (২৫), সহিদুল মাতুব্বর (২৩)।

জানা যায়, দীর্ঘ অনুসন্ধান শেষে ২৬ সেপ্টেম্বর অভিযোগ তদন্ত নিশ্চিত হলে সাভোনা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে দলনেতা হলেন করিম রেজা।

পুলিশ এক প্রেস বার্তায় বলেছে, দলনেতা করিম প্রায় ৬ লাখ টাকার বিনিময়ে লিবিয়া থেকে সাগর পথে ইতালিতে মানবপাচার করেন। ইতালিতে পৌঁছাবার পর তাদের দিয়ে অমানবিক কাজ করাতেন। কাজ করতে না চাইলে ভয় দেখিয়ে অত্যাচার করা হতো।

ইতালিতে ৪ অক্টোবর অভিবাসন ও নিরাপত্তা আইন চালু হয়েছে। যার ফলশ্রুতিতে লিবিয়া থেকে অবৈধভাবে সাগর পথে আসা অভিবাসী ঠেকাতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর পদক্ষেপ নিয়েছেন।

এদিকে গতকাল রোববার একজনকে সরাসরি নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। চক্রের সাথে জড়িত বাংলাদেশিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতালি,মানবপাচার,বাংলাদেশি গ্রেফতার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close