reporterঅনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর, ২০১৮

মালয়েশিয়ায় ভূমিধসে ৫ বাংলাদেশিসহ নিহত ৯

মালয়েশিয়ার পেনাং রাজ্যে একটি নির্মাণস্থলে ভূমিধসে ৫ বাংলাদেশিসহ ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৫ জনের মৃতদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করেছে দেশটির উদ্ধারকারী বাহিনী।

শুক্রবার স্থানীয় সময় বিকেল দুইটার দিকে মুষলধারে বৃষ্টির কারণে পেনাংয়ের জালান বেরকামবার পায়া টেরাবোং রিলাউর কাছে টুইন হিলস এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাইটে ভূমিধসের ঘটনা ঘটে। মাটির নিচে চাপা পড়া নয়জনের সবাই নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সাদন মোক্তার জানান, আজ রোববার আবহাওয়া অনুকূলে আছে। আমরা তৃতীয় খাতে অপারেশন চালিয়ে যাবো। যেখানে ৫ জন চাপা পড়ে আছেন তাদের উদ্ধার করবো।

মাটির নিচে চাপা পড়া ৯ জনের যে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন, বাংলাদেশের আকতারুল (৩৫); ইন্দোনেশিয়ার সামসুল আসমান (১৯), বাহতিয়ার (৩৬) এবং মিয়ানমারের খিন আয়ে খাইং।

এছাড়া যে ৫ জনের মৃতদেহ এখনো উদ্ধার করা যায়নি তারা হলেন, বাংলাদেশের মিঠু হুসাইন (৩০), মোহাম্মদ আব্দুল জলিল (৩১), উজ্বল (৩৩), রাহাত (২৫) এবং একজন ইন্দোনেশিয়ান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালয়েশিয়া,ভূমিধস,মালয়েশিয়ায় ভূমিধস,বাংলাদেশি নিহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close