reporterঅনলাইন ডেস্ক
  ৩০ আগস্ট, ২০১৮

পর্তুগালে আন্তঃসাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ

পর্তুগাল সরকার ও ‍ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত একটি আন্তঃসাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে দেশটির প্রবাসী বাংলাদেশিরা।

আগামী ২ সেপ্টেম্বর পোর্তোর বাতায়ালার হোটেল মুভের স্কয়ারে দিনব্যাপি এ অনুষ্ঠান হবে। ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর’ সভাপতি শাহ আলম কাজল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এতে প্রায় ২০ দেশের প্রবাসীরা অংশ নিচ্ছেন। ‘এসপাচো টিসিসি ওর’ উদ্যোগে এ আয়োজনের সহযোগিতায় রয়েছে পোর্তো সিটি কার্পোরেশন। অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরে নাচ, গান, কবিতা, কারুশিল্প ও ফ্যাশন শো পরিবেশন করবেন।

অনুষ্ঠানে ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর’ উদ্যোগে ও ফ‍্যাশন ডিজাইনার শারমিন মৌর পরিচালনায় বাংলাদেশি পোশাকের উপর একটি ফ‍্যাশন শো এবং স্পেন প্রবাসী নৃত্যশিল্পী মোহনা চৌধুরীর দেশিয় নৃত্য পরিবেশন করা হবে। এছাড়া বাংলাদেশি ঐতিহ্যের অংশ হিসেবে মেহেদি ডিজাইন করবেন তন্মি।

‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর’ সহযোগিতায় থাকছেন এর প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন, জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, তোহিদুল ইসলাম, মোহাব্বত আলম টিপু, বেলাল হোসেন ও কামাল হোসেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পর্তুগাল,আন্তঃসাংস্কৃতিক অনুষ্ঠান,প্রাবাসী বাংলাদেশি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close