reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুন, ২০১৮

নিউইয়র্কে বাংলাদেশি ইমাম হত্যায় অস্কারের যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় একটি মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আসামি অস্কার মোরেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

স্থানীয় সময় বুধবার বিকেলে নিউইয়র্কের কুইন্স অপরাধ আদালতের বিচারক এ রায় দেন। এই হত্যাকাণ্ডের প্রায় দুই বছর পর রায় ঘোষণা করা হলো।

২০১৬ সালের ১৩ আগস্ট দুপুর ১টা ৫০ মিনিটে জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে ওজোন পার্কের আল ফারুক মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও সহকারী তারা উদ্দিনকে (৬৪) গুলি করে হত্যা করে অস্কার মোরেল। এ ঘটনায় শুধু নিহতদের পরিবারই নয় বরং নিউইয়র্কে পুরো মুসলিম কমিউনিটির মধ্যেই শোকের ছায়া নেমে এসেছিল।

ইমাম ও তার সহযোগীকে হত্যার ঘটনার একদিন পরই ১৪ আগস্ট রাতে অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিউইয়র্ক,বাংলাদেশি ইমাম হত্যা,যাবজ্জীবন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist