reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জুন, ২০১৮

বাংলাদেশিকে থাপ্পড় মারলেন মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্মকর্তা (ভিডিও)

মালয়েশিয়ার জোহরপ্রদেশে ইমিগ্রেশন কর্মকর্তার হাতে এক বাংলাদেশি যুবক লাঞ্ছিত হয়েছেন। এরইমধ্যে বাংলাদেশি যুবককে থাপ্পড় মারার ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। যদিও এ ঘটনার পর মালয়েশিয়ার ইমিগ্রেশন (অভিবাসন) কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি তরুণের মাথায় থাপ্পড় মারছেন ওই ইমিগ্রেশন কর্মকর্তা এবং তার হাত জোর করে স্ক্যানারে রাখছেন।গত ৩০ মে সকাল ৯টার দিকে প্রদেশের উইসমা পারসেকুতুয়ান এলাকার ইমিগ্রেশন অফিসে এ ঘটনা ঘটে। তবে কেন অফিসার এ আচরণ করেছে তা এখনও জানা জায়নি।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক রোহাইজি বাহারি বলেন, এ ঘটনার পর আমরা ওই কর্মকর্তাকে ফ্রন্ট ডেস্ক থেকে সরিয়ে দিয়েছি। এছাড়া এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানান।

ইমিগ্রেশন বিভাগের মুস্তাফা আলীও এক বিবৃতিতে বলেন, এই কর্মকাণ্ডের ফলে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, আমরা তাকে বরখাস্ত বা চাকরিচ্যুত করার কথা ভাবব। সরকারি চাকুরে শৃঙ্খলাবিধি ২০০২ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালয়েশিয়া,বাংলাদেশি,ভাইরাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist