reporterঅনলাইন ডেস্ক
  ১০ মার্চ, ২০১৮

মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা : ২৮ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যবসা করার অভিযোগে ২৮ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেফতার করেছে।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে অভিবাসন বিভাগের কর্মকর্তারা কুয়ালালামপুরের একটি আবাসিক ভবনে অভিযান চালায়। সেখান থেকে ২৯ হাজার রিঙ্গিত ও অবৈধ কাগজ-পত্র জব্দ করা হয়েছে। -খবর, দ্য স্টার অনলাইন।

অভিবাসন বিভাগের পরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী জানান, অবৈধ ব্যবসার ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়েছে। অভিযান চালানোর আগে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়। আমাদের কাছে তথ্য ছিল, সেখানে অনুমতি ছাড়া ভিন্ন ভিন্ন সাতটি কোম্পানি অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে।

তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনা করার জন্য গ্রেফতারকৃত বিদেশিরা দীর্ঘমেয়াদে ২০টি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল। তারা প্রত্যেক কক্ষ ১৫০ মালয়েশিয়ান রিঙ্গিতে ভাড়া নেয় এবং তা নগদ পরিশোধ করা হয়। এছাড়া সঠিক ভ্রমণ নথি না থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালয়েশিয়া,গ্রেফতার,বাংলাদেশি,অবৈধ ব্যবসা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist