reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০১৭

আগামী ২ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগামী ২ ডিসেম্বর শনিবার পড়ছে হিজরি ১২ রবিউল আউয়াল। ওই দিন পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমান। চাঁদ দেখা কমিটি জানায়, আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আগামী ২১ নভেম্বর মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিেিসবে আগামী ২ ডিসেম্বর হবে ১২ রবিউল আউয়াল; ওই দিন বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। সভায় সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আগামী ২০ নভেম্বর সোমবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী ২১ নভেম্বর মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পবিত্র ঈদে মিলাদুন্নবী,২ ডিসেম্বর,রবিউল আউয়াল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist