নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া

  ০৮ আগস্ট, ২০১৭

চকরিয়ায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৭’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুরাতন বিমানবন্দরস্থ বিজয় মঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মেলার শুরুতে এক বর্ণাঢ্য রেলি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত রেলিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। রেলি প্রদক্ষিণ শেষে মেলাস্থলে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা আহমদ কবির চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ সাইফুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোরঞ্জন চৌধুরী, পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৃক্ষ মেলায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জাফর আলম ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন।

রেলি ও আলোচনা সভা শেষে চকরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উন্নত জাতের নারিকেল সম্প্রসারণ কর্মসূচির আওতায় ভিয়েতনামি ওপি জাতের নারিকেল চারা বিতরণ করা হয়।৩ দিনব্যাপী উক্ত বৃক্ষমেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চকরিয়া,বৃক্ষমেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist