কলকাতা প্রতিনিধি

  ০৬ জুন, ২০২০

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা

যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে নাম হবে ‘গতি’

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিছু দিন আগেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে জন্ম হয়েছিল অতি মারাত্মক ঘূর্ণিঝড় আম্পান। এখন বলা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে ‘গতি’। তবে সেই সম্ভাবনা এখনই দেখছেন না আবহাওয়াবিদরা।

মৌসম ভবনের অধিকর্তা মৃতুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। উল্টে বর্ষার আগমনে সুবিধা করে দেবে এই নিম্নচাপ। কেরলে বর্ষা ঢুকেছে গত ১ জুন। এবার বঙ্গোপসাগরের ওই নিম্নচাপের হাত ধরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারের মধ্যে নিম্নচাপটি কেমন চেহারা নেবে তা আরও স্পষ্ট হয়ে যাবে। ওড়িশা, পশ্চিমবঙ্গে তার জেরে ভাল রকমের বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহের শুরু থেকেই। শুক্রবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়েছে। পূর্বাঞ্চল হয়ে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ৫ জুন। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে ৮ জুন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘূর্ণিঝড়,নিম্নচাপ,ঘূর্ণিঝড় গতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close