reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মার্চ, ২০২০

কালবৈশাখীর আভাস দিয়ে ঢাকায় বৃষ্টি

রাজধানী ঢাকায় মঙ্গলবার সকালে কোনো পূর্বাভাস ছাড়াই দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর থেকেই কালবৈশাখীর আভাস দিয়ে আকাশ কালো করে মেঘ জমে। সকাল ৭টার পর নামে মুষলধারে বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া।

হঠাৎ এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে কর্মক্ষেত্রমুখী মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

আবহাওয়া অধিদপ্তরের মেট্রোলজিক্যাল অ্যাসিট্যান্ট আশরাফুল আলম জানান, ৭টার পরপরই দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। সকালে ঢাকায় ১৩.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, এই মৌসুমে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৃষ্টি,কালবৈশাখী,রাজধানী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close