reporterঅনলাইন ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি, ২০২০

হালকা বৃষ্টির সম্ভাবনা

ফাল্গুন মাসের শুরু থেকেই দেশের তাপমাত্রা বাড়ছে। তবে আগামী ২ দিন হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, ‘আগামী ২দিন এমন আবহাওয়া থাকবে। বড় ঝড়ো হাওয়ার শঙ্কা নেই, ভারি বর্ষণেরও শঙ্কা নেই। কিছু সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি আব্যাহত থাকতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা, রাজশাহীর বদলগাছী ও সিলেটে এদিন হালকা বৃষ্টিও হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবহাওয়া,বৃষ্টির সম্ভাবনা,আবহাওয়া পূর্বাভাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close