প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ অক্টোবর, ২০১৯

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল

বঙ্গোপসাগরে চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানতে চলেছে

বঙ্গোপসাগরে চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানতে চলেছে। আন্দামান সাগর হয়ে মিয়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এর কারণে নভেম্বরের প্রথম সপ্তাহে আবহাওয়া বদলে যেতে পারে। দেখা দিতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি।

ফিলিপাইন উপকূলে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়টি। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ফিলিপাই উপকূলে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। যেটি ২ থেকে ৩ নভেম্বর নাগাদ থাইল্যান্ড হয়ে মিয়ানমার উপকূলে আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

তারা জানিয়েছে, বুলবুল মিয়ানমার উপকূলে আঘাত হানার পর নভেম্বরের প্রথম সপ্তাহের শেষ নাগাদ ভারতের উপকূলে আঘাত হানতে পারে। এটি হবে এ বছরে বঙ্গোপসাগরে প্রথম ঘূর্ণিঝড়।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের সেরকম একটা প্রভাব পড়বে না বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। তবে বৃষ্টিপাত হতে পারে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘূর্ণিঝড়,বুলবুল,বঙ্গোপসাগর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close