প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৩ অক্টোবর, ২০১৯

সক্রিয় মৌসুমি বায়ু

আরো কয়েক দিন বৃষ্টি হতে পারে

কয়েক দিন ধরেই সারাদেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি থেমে থেমে আরো কয়েক দিন চলতে পারে। আবহাওয়াবিদেরা বলছেন, অক্টোবরের শুরুতে এমন মুষলধারে বৃষ্টি সাধারণত দেখা যায় না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি স্থানীয়ভাবেও জলীয় বাষ্প থেকে আকাশে মেঘ তৈরি হয়েছে। এর প্রভাবে এক সপ্তাহ থেমে থেমে বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ ছাড়াও ভারতের বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশে প্রবল বৃষ্টি হচ্ছে কয়েক দিন ধরে। সেখানে দিনে ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টি হচ্ছে। এর কারণ মৌসুমি বায়ু অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে।

এদিকে, ভারত থেকে আসা বৃষ্টির পানি বাংলাদেশের কুষ্টিয়া, পাবনা ও রাজশাহী জেলায় হঠাৎ বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবহাওয়া,বৃষ্টি,মৌসুমি বায়ু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close