নিজস্ব প্রতিবেদক

  ০৬ জুলাই, ২০১৯

এবার বড় বন্যার শঙ্কা নেই!

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের ধরন অনুযায়ী, এবারের বর্ষায় বড় ধরনের বন্যার শঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। তবে মৌসুমি বৃষ্টিপাতের কারণে চলতি মাসের মধ্যভাগ ও শেষার্ধে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি আকারের বন্যা হতে পারে।

আবহাওয়া অধিদফতর এমন পূর্বাভাস দিয়ে জানাচ্ছে, জুলাই মাসে সারা দেশে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত হবে। আর দক্ষিণাঞ্চলে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হবে। বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর অন্তত একটি নিম্নচাপে পরিণত হবে। দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ২৫ মিলিমিটার থেকে ৪ দশমিক ২৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণ দেবে ৫ দশমিক ৫ ঘণ্টা থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা।

অপরদিকে আগস্টের পূর্বাভাসে সংস্থাটি জানায়, দেশব্যাপী স্বাভাবিক বৃষ্টিপাত হবে। তবে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদের তৈরি এ পূর্বাভাসটি এরই মধ্যে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দফতরে পাঠানো হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এ অবস্থায় আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত একটু বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বর্তমানে বন্যা হওয়ার কোনো সুযোগ নেই। তবে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারার পানি বাড়ছে। তবে কমছে ব্রহ্মপুত্র নদ, যমুনা, গঙ্গা-পদ্মা নদীর পানি হ্রাস পাচ্ছে। এছাড়া দেশের কোনো নদীর পানিই বিপদসীমার ওপরে নেই। দেশের নদ-নদীগুলোর ৯৪টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে বাপাউবো ৬১টি পয়েন্টে পানি হ্রাস পাচ্ছে আর বাড়ছে ২৫টি পয়েন্টে। অপরিবর্তিত আছে ছয়টি পয়েন্টের পানি, দুটি স্টেশন বন্ধ আছে।

পানি বাড়ার ও হ্রাসের যে পরিসংখ্যান দেখা গেছে, তাতে সুরমা ও কুশিয়ারার পানি বাড়লেও বিপদসীমার বেশ নিচে রয়েছে। আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দেশের কোনো নদ-নদীর পানিই বিপদসীমার ওপরে যাবে না। বরং ভয়ংকর হয়ে ওঠা নদ-নদীগুলোর পানিও বিপদসীমার অনেক নিচে থাকবে।

পানির সমতলের উচ্চতা বিপদসীমার ৫০ সেন্টিমিটারের মধ্যে চলে এলে, সেই অবস্থাকে সতর্ক হিসেবে ধরে নেয় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে জুলাইয়ের মধ্য ও শেষভাগে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর প্রবলভাবে সক্রিয় হলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। একই কারণে ভারতের আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত বাড়লে পাহাড়ি ঢলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়বে। এজন্যই শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে মধ্যমেয়াদি বন্যার আভাস দেখছেন আবহাওয়াবিদরা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবহাওয়াবিদ,আবহাওয়া অধিদফতর,বন্যা আতঙ্ক,ভারি বৃষ্টিপাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close