reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুলাই, ২০১৯

লঘুচাপ : সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এজন্য দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী দু-একদিন আবহাওয়ার অবস্থা এমনই থাকবে।

মঙ্গলবার আবহাওয়াবিদ আফতাব উদ্দিন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সুস্পষ্ট লঘুচাপের কারণে সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী দুদিন আবহাওয়া এমনই থাকবে। আগামী বৃহস্পতিবার বা শুক্রবার থেকে টানা চার পাঁচ দিন অঞ্চলভেদে মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কোথাও টানা আবার কোথাও থেমে থেমে বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমে গেলে তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বাড়তে পারে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সতর্ক সংকেত,সমুদ্রবন্দর,আবহাওয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close