reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০১৯

বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

অব্যাহত তাপপ্রবাহের মাঝে সোমবার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে এই বৃষ্টি মঙ্গলবার সকাল পর্যন্ত চলে। বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে গেলে জনজীবনে স্বস্তি নামে। এ সময় ঢাকায় ৩০ মি: মি: বৃষ্টি রেকর্ড করা হয়।

আজ সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখনো পুরোপুরি সক্রিয় নয়। তবে এর কিছুটা প্রভাবে বৃষ্টি হচ্ছে। আজ থেমে থেমে বৃষ্টি হতে পারে তবে ভারি বর্ষণের সম্ভাবনা নেই। আকাশ অনেকটা মেঘলা থাকবে। তিনি আরো জানান, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ঢাকায় ৩০ মি: মি: বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলসমুহের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে রাতে ও সকালে বৃষ্টিতে রাজধানীতে অফিস ও স্কুল-কলেজ-মাদরাসাগামী শিক্ষার্থীরা কিছুটা দুর্ভোগে পড়েন। সকালে তেমন বৃষ্টি না থাকলেও রাস্তায় জমে থাকা পানিতে চলাচলে সমস্যায় পড়েন তারা। দ্রুতগতিতে যানবাহন চলাচলে রাস্তায় জমে থাকা কাঁদা পানিতে অনেকের কাপড় নোংরা হয়ে যায়। এতে বিপাকে পড়েন তারা। সড়কে লেগে যায় যানজট। এই কারণে অনেকেই বিলম্বে গন্তব্যে পৌঁছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জনজীবন,স্বস্তি,বৃষ্টি,আবহাওয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close