reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জুন, ২০১৯

সুন্দরবনে রেড অ্যালার্ট জারি

ঈদকে সামনে রেখে সুন্দরবনে বন্যপ্রাণী শিকারী ও চোরাকারবারী চক্র নিয়ন্ত্রণে রাখতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া পর্যটকদের নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও সীমিত করা হয়েছে।

কাঁকড়া ধরা জেলেরাও যাতে কোনো ফাঁদ বা বিষ নিয়ে সুন্দরবনে ঢুকতে না পারে সেজন্য কঠোর তল্লাশি এবং স্মার্ট পেট্টোলিং চালু করা হয়েছে। ঈদে পর্যটকদের ভ্রমণের নিরাপত্তা দিতে করমজল, হাড়বাড়িয়া, কটকা, কচিখালি, হিরনপয়েন্ট কলাগাছিয়া ও দোবেকি স্পটের কর্মকর্তা-কর্মচারীর ছুটি সীমিত করা হয়েছে।

সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্যের বিষয়ে সতর্ক অবস্থানে প্রশাসনও। সুন্দরবন পৃথিবীর জন্য সম্পদ, একে রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান প্রশাসনের কর্মকর্তারা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুন্দরবন,রেড অ্যালার্ট,চোরাকারবারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close