reporterঅনলাইন ডেস্ক
  ০৬ এপ্রিল, ২০১৯

নদীবন্দরে ২ নম্বর নৌহুঁশিয়ারি

দেশের বিভিন্ন অঞ্চলে নদীবন্দরে ২ নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, আজ দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ, টাঙ্গাইল এবং সিলেটের অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নদীবন্দর,আবহাওয়া,সংকেত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close