reporterঅনলাইন ডেস্ক
  ০৩ এপ্রিল, ২০১৯

এপ্রিলে ঝড় ও তাপদাহের পূর্বাভাস

এ মাসে দুই থেকে তিনটি কালবৈশাখী, পাঁচ-ছয়দিন বজ্রঝড় এবং দুয়েক দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রঝড় ও শিলাবৃষ্টির দাপট শুরু হয়েছে চৈত্রের মাঝামাঝি থেকেই। বৈশাখের শুরুতেও এমন আবহাওয়া থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলা পঞ্জিকার চৈত্রের শেষার্ধ আর বৈশাখের প্রথমার্ধ মিলিয়ে এপ্রিল মাস। এ মাসে দুই থেকে তিনটি তীব্র কালবৈশাখী, পাঁচ-ছয়দিন বজ্রঝড় এবং দুয়েক দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসঙ্গে সাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, এপ্রিল-মে মাসের উষ্ণ আবহাওয়ায় কালবৈশাখী, বজ্রঝড়ের অনুকূল পরিবেশ থাকে। বিশেষ করে উত্তর-উত্তর পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে কালবৈশাখীর দাপট বেশি। এমন সময়ে ঘণ্টাখানেকের মধ্যে বিদ্যুৎ চমকানো ও ঘন ঘন বজ্রপাতের মত পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়।

এপ্রিলের দীর্ঘমেয়াদী পূর্বাভাস জানিয়ে আবুল কালাম মল্লিক বলেন, এ মাসে সাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিতে পারে ঘূর্ণিঝড়ের রূপ। দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে দুই বা তিনটি তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে। ঝড়ের পর উত্তর-উত্তর পশ্চিমাঞ্চলে বয়ে যেতে পারে দুই দফা মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। এবার গ্রীষ্মের শুরুতে তাপপ্রবাহের সময় উষ্ণতা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

বুধবারও ঝড়-শিলাবৃষ্টির আভাস : আবহাওয়ার বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলা বৃষ্টি।

নদীবন্দরে ২ নম্বর সংকেত : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে বুধবার পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে তে পারে। এসব এলাকায় নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবহাওয়া,পূর্বাভাস,ঝড়,তাপদাহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close