reporterঅনলাইন ডেস্ক
  ২৯ ডিসেম্বর, ২০১৮

রাজশাহীতে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮

দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে জাঁকিয়ে বসেছে শীত। গত ৩ দিন ধরে দিনে-রাতের গড় তাপামাত্রা ওঠানামা করছে ৭ থেকে ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। ফলে পুরো অঞ্চলজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে।

রাজশাহী আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ সেলের দেয়া তথ্যমতে, চলতি শীত মৌসুমে শনিবার সকালে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গত ৩ দিন ধরে রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলিসিয়াসের নিচে হলেই সেটিকে শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

আবহাওয়া কর্মকর্তা আরো জানান, শনিবার দিনের শেষে আরো শীতের প্রকোপ বাড়তে পারে। রোববারও একই ধরনের তাপমাত্রা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

রাজশাহী আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়ে জানায়, আগামী ২ জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলসহ দেশের অনেক জায়গায় শীতের তীব্রতা থাকতে পারে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শীত,শীতের তীব্রতা,সর্বনিম্ন তাপমাত্রা,রাজশাহী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close