reporterঅনলাইন ডেস্ক
  ১৮ নভেম্বর, ২০১৮

দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

সারাদেশে আজ রোববারের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে দেশের কোথাও কোথাও হালকা বাতাস বইতে পারে। সেইসঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এজন্য দেশের আকাশ আংশিক মেঘলা দেখা যাবে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ এবং দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ দশমিক ৫ এবং আজ সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ রোববার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবহাওয়া,আবহাওয়া পূর্বাভাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close