reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০১৮

আবহাওয়া শুষ্ক থাকতে পারে

আজ রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতে হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অতিক্রম করে উত্তর বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় রূপে বিস্তৃত রয়েছে। পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সকল নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ২৯ মিনিটে, আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবহাওয়া,শুষ্কতা,পরিবেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close