নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ২৮ আগস্ট, ২০১৮

নবাবগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ এই স্লোগানে ঢাকার নবাবগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বাধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার নতুন বান্দুরায় কর্ণেল মোজাম্মেল হকের বাড়ীর সংলগ্ন মাঠে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বান্দুরা শাখার পল্লী উন্নয়ন প্রকল্প এ কর্মসূচীর আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী ব্যাংকের ইভিপি ও ঢাকা দক্ষিণ জোন এর প্রধান ইয়ানুর রহমান কর্মসূচীর উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্বরণে ৩০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষনা করে ইসলামী ব্যাংক সারাদেশে প্রায় ১১ লক্ষ গাছের চারা বিতরণ করার যে কর্মসূচী গ্রহণ করেছে তারই অংশ হিসেবে আজ বান্দুরা শাখায় ১৬০০ টি চারা বিতরণের উদ্বোধন করা হলো। এসময় তিনি বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন।

ব্যাংকটির বান্দুরা শাখা ব্যবস্থাপক এএসএম সফিউল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল আমীন, ব্যাংকের আরডিএস জোন অফিসার মো. কামরুজ্জামান প্রমূখ।

পিডিএসও/ এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নবাবগঞ্জ,বৃক্ষরোপন কর্মসূচী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close