আবুজার বাবলা, শ্রীমঙ্গল

  ১৯ জুলাই, ২০১৮

শ্রীমঙ্গলে তীব্র দাবদাহ

শ্রীমঙ্গলে তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আজ বিকেল সাড়ে ৩ টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত না হলে আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

গত কয়েকদিন ধরে চলা ভ্যাপসা গরম আর ঠাঠা রোদে শ্রীমঙ্গলে সাধারণ খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জীবন যাপনে নাভিস্বাস উঠেছে।

এ অবস্থায় সবাইকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক অশোক ঘোষ। তিনি জানিয়েছেন, প্রচন্ড গরমে বয়স্ক মানুষ, দুগ্ধ পোষ্য শিশু, কিশোর-কিশোরী, শ্বাসকষ্টের রোগী, দীর্ঘ সময় রোদে কাজ করে এমন পেশাজীবীর কৃষক, চা-শ্রমিক, রিকশাওয়ালা, নির্মাণ শ্রমিক, পথশিশু ও ভবঘুরেদের বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুঁকি রয়েছে। গরম মোকাবেলায় দিনে প্রচুর পরিমাণে খাবার স্যালাইন বা পানি পান করতে হবে এবং সম্ভব হলে দিনে দুই প্যাকেট স্যালাইন গ্লুকোজ, ডাবের পানি পান করার পরামর্শ দেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীমঙ্গল,তীব্র,দাবদাহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist