reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জুন, ২০১৮

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে বাংলাদেশের ১৩ কোটি মানুষ

জলবায়ু পরিবর্তনের কারণে মাথাপিছু জিডিপি’র দিক থেকে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের ১৩ কোটি ৩৪ লাখ মানুষ।

বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ২০১৬ সালে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৩০ লাখ ধরে নিয়ে এ প্রতিবেদন করে বিশ্ব ব্যাংক।

এতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ জিডিপিতে ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়াবে প্রায় ১৭১ বিলিয়ন ডলার।

ঝুঁকির শীর্ষে থাকা দশ জেলার মধ্যে রয়েছে- কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, বরগুনা, বাগেরহাট ও সাতক্ষীরা।

এই জেলাগুলোকে ‘হটস্পটস’ হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের মধ্যে এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতি হতে পারে। নেমে যেতে পারে জীবনযাত্রার মানও।

মারাত্মক ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম বিভাগের মানুষ। বিশ্ব ব্যাংক বলছে, চট্টগ্রামের এলাকাগুলোতে মাথাপিছু জিডিপি এখনকার তুলনায় ১৪.৪ শতাংশ কমে যাবে।

এ ছাড়া মাঝারি ঝুঁকিতে বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ এবং রংপুর বিভাগ মৃদু ঝুঁকির মধ্যে থাকবে। একমাত্র সিলেট বিভাগের মানুষ এই ঝুঁকির বাইরে থাকবে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জলবায়ু পরিবর্তন,ঝুঁকি,১৩ কোটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist