নিজস্ব প্রতিবেদক

  ১৬ ফেব্রুয়ারি, ২০১৮

খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে নাগরিক সমাবেশ

মধুবাগ মাঠে মেলা বন্ধ, ঢাকা মহানগরীর সকল মাঠ দখলমুক্ত ও সর্ব-সাধারনের জন্য উন্মুক্ত করার দাবীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ডব্লিউবিবি ট্রাস্ট, গ্রীন ভয়েস বিজ্ঞান বিভাগ-স্ট্যামফোরড ইউনিভার্সিটি বাংলাদেশ সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠণের উদ্যোগে শুক্রবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। গ্রীন ভয়েসের সমন্বয়ক ও বাপা যুগ্ম-সম্পাদক আলমগির কবিরের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মতিন। সমাবেশে বক্তারা অবিলম্বে মধুবাগ মাঠে মেলা বন্ধসহ ঢাকা মহানগরীর সকল খেলার মাঠ-পার্ক দখলমুক্ত ও সর্ব-সাধারণের জন্য উন্মুক্ত করার দাবী জানান।

ডাঃ আব্দুল মতিন বলেন, ‘এক শ্রেণীর অসাধু চক্র প্রশাসনকে ব্যবহার করে অবৈধ ভাবে মাঠ দখলের পায়তারা করছে, অবিলম্বে সরকারকে ঢাকা মহানগরীর সকল মাঠ ও পার্ক জনগণের জন্য উন্মুক্ত এবং ব্যবহার উপযোগী করে দিতে হবে।’

স্ট্যামফোরড ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন,‘শিশুদের শারীরিক মানসিক বিকাশ এবং জনগনের সুস্থ বিনোদনের জন্য এই মাঠগুলোকে দ্রুত সংস্কারসাধন করে জনগণের মাঠ জনগণকে ফিরিয়ে দিতে হবে।’

গ্রীন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক আব্দুস সামাদ প্রধান বলেন, ‘খেলার মাঠ ও পার্ক গুলো নগরের ফুসফুসের মত, এই ফুসফুসকে ভালো রাখতে হবে, সুস্থ-সুন্দর শারীরিক মানসিক বিকাশের জন্য ঢাকার সকল খেলার মাঠ ও পার্কগুলো দখলমুক্ত করতে হবে, কোনভাবেই এগুলোকে সঙ্কুচিত করা যাবে না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাপা যুগ্ম- সম্পাদক মিহির বিশ্বাস, গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক জোবায়ের, গ্রীন ভয়েস ঢাকা মহানগরীর সমন্বয়ক আব্দুস সাত্তার প্রমুখ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খেলার মাঠ দখলমুক্ত,নাগরিক সমাবেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist